General Notice

এ বিশ্ববিদ্যালয়ের গবেষনা সংকলন ও প্রকাশনার জন্য ১লা জানুয়ারী ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রকাশিত (Research Article/ Conference Paper/Review Article/Book/Book Chapter/ Short Communication/Case Report etc) এর First full page নিয়ে একটি বুকলেট/বই প্রক

Date : 22 May 2025 - 30 Jun 2025

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বিশ্ববিদ্যালয়ের গবেষনা সংকলন ও প্রকাশনার জন্য ১লা জানুয়ারী ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রকাশিত (Research Article/ Conference Paper/Review Article/Book/Book Chapter/ Short Communication/Case Report etc) এর First full page নিয়ে একটি বুকলেট/বই প্রকাশ করা হবে। আগামী ১৯ মে ২০২৫ এর মধ্যে বিভাগের মাধ্যমে সংযুক্ত নির্দেশনা অনুযায়ী আপনার প্রকাশনার সকল তথ্য (https://forms.gle/juZrtalSi9voFvbH8) গুগল ফরম লিংক অথবা ইমেইলের মাধ্যমে ([email protected], [email protected]) PDF soft copy এবং হার্ড কপি? কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডিন, স্কুল অব লাইফ সায়েন্সেস, শাবিপ্রবি এর অফিস কক্ষে (কক্ষ নং- ২০১৪, ই-বিল্ডিং) জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।