খেলাধুলা ও ক্রীড়া এবং খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বাছাই পর্ব (হিট) এবং ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৫ চূড়ান্ত পর্ব (ফইনাল) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ৯.০০ টা হতে শুধুমাত্র নিবন্ধনকৃত খেলোয়াড়রা কেন্দ্রীয় খেলার মাঠে বাছাই পর্ব (হিট) অংশগ্রহণ করবে। বাছাই পর্বে উত্তীর্ণ খেলোয়াড়বৃন্দ আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৫ চূড়ান্ত পর্বে (ফাইনাল) সকাল ৮.৩০ টায় অংশগ্রহণ করবে। উক্তদিন সমূহে খেলোয়াড়বৃন্দকে কেন্দ্রীয় খেলার মাঠে উপস্থিত থাকার জন্য স্ব-স্ব বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যৌথ সভার সিদ্ধান্তক্রমে অনুরোধ করা হলো।
Copyright © 2025