General Notice

কোর্স Improvement পরীক্ষার কোর্স রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি

Date : 12 Feb 2025 - 27 Feb 2025

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউট এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষার্থীদের কোর্স Improvement পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট থেকে কোর্স রেজিস্ট্রেশন ফরম(হার্ডকপি) সংগ্রহ করে তা পূরণপূর্বক সোনালী ব্যাংকের হিসাব নং STD-6 নিয়মিতহারে প্রতি ক্রেডিট তত্ত্বীয় ফি ১২০/- টাকা হারে জমা দিয়ে ফরমসহ রশিদ আগামী ১২/০২/২০২৫ থেকে ২৭/০২/২০২৫ তারিখের মধ্যে বিভাগ/ইনস্টিটিউট জমাদান সম্পন্ন করতে হবে