General Notice

সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দকে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এবং আপগ্রেডেশনের আবেদনের ক্ষেত্রে স্মার্ট রিক্রুটমেন্ট পোর্টাল career.sust.edu ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য জানানো যাচ্ছে।

Date : 04 Feb 2025 - 05 Mar 2025

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর চাকুরি (নিয়োগ/আপগ্রেডেশন) আবেদন প্রক্রিয়া সহজীকরণে স্মার্ট রিক্রুটমেন্ট সিস্টেম ইতোমধ্যে চালু করা হয়েছে। এ প্রেক্ষিতে সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দকে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এবং আপগ্রেডেশনের আবেদনের ক্ষেত্রে স্মার্ট রিক্রুটমেন্ট পোর্টাল career.sust.edu ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য জানানো যাচ্ছে। একজন প্রার্থী একবার প্রোফাইল তৈরি করে বিভিন্ন পদে আপগ্রেডেশন (আভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে)/নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, অফলাইনে কোনো চাকুরি আবেদন গ্রহণযোগ্য হবে না। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।