General Notice

কাজে যোগদানের জন্য চূড়ান্ত নোটিশ

Date : 17 Dec 2025 - 01 Jan 2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর এস্টেট শাখায় কর্মরত মালী (পদাবনতি) জনাব মোঃ সালাহ উদ্দিন, পিতা-জনাব মোঃ সাহাব উদ্দিন, গ্রামঃ পূর্ব পিরিজপুর, ডাকঃ পিরিজপুর, থানাঃ বাজিতপুর, জেলাঃ কিশোরগঞ্জ। বর্তমান ঠিকানা- গ্রামঃ ব্রাহ্মণশাসন (হুমায়ূন কবিরের বাড়ি), ডাকঃ আখালিয়া, থানাঃ জালালাবাদ, জেলাঃ সিলেট। বিগত ২১/০৮/২০২৫ তারিখ হতে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং কর্তৃপক্ষের কোন পূর্বানুমতি গ্রহণ করেননি। তাকে কর্মস্থলে যোগদানের জন্য গত ১১/০৯/২০২৫ ও ০৯/১১/২০২৫ তারিখে তার স্থায়ী ও বর্তমান ঠিকানায় টেলিগ্রাম ও পত্র প্রেরণ করা হলেও তিনি কর্মস্থলে যোগদান করেনি কিংবা কোন যোগাযোগ করেননি। জনাব মোঃ সালাহ উদ্দিনকে উক্ত নোটিশ জারীর তারিখ থেকে ১৫ (পনেরো) দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য চূড়ান্ত নোটিশ দেয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে বা কোন উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তিনি বিশ্ববিদ্যালয় কর্মচারী শৃংখলা অধ্যাদেশ ২০১৮ এর ৫(৪) ধারা মোতাবেক ডিজারসনের দোষে দোষী সাব্যস্থ হবেন বিধায় তাকে চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে বলে গণ্য হবে। বিজ্ঞপ্তি সংযুক্ত (প্রকাশিত পত্রিকা: দৈনিক সংগ্রাম ও দৈনিক দিনকাল)