General Notice

স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বিশেষ সেমিস্টার চালু করে অসমাপ্ত কোর্স সম্পন্নের আবেদগুলো সংশ্লিষ্ট বিভাগের GSC মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্ধারিত ফি সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখার S-2 হিসাব নম্বর এ জমা নিয়ে রশিদ রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক

Date : 27 Aug 2025 - 10 Sep 2025

একাডেমিক কাউন্সিলের ১৮০.০৭ তম সভায় স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বিশেষ সেমিস্টার চালু করে অসমাপ্ত কোর্স সম্পন্নের আবেদগুলো সংশ্লিষ্ট বিভাগের জিএসসি এর মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিধায় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী নির্ধারিত ফি সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখার এস-২ (৩৩০০০০১২) হিসাব নম্বর এ জমা নিয়ে ব্যাংকে রশিদ রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় এন্ট্রি পূর্বক স্নাতকোত্তর বিশেষ সেমিস্টারের ভর্তি/ বিলম্ব ভর্তির কার্যক্রম চলবে।