General Notice
বিশেষ সেমিস্টার পরীক্ষার কোর্স রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি
Date : 17 Aug 2025 - 31 Aug 2025
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থেজানানো যাচ্ছে যে, ১৭৭ তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তের
প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ৫০ (পঞ্চাশ) ক্রেডিট পর্যন্ত অসম্পূর্ণ শিক্ষার্থীদের কোর্সসম্পন্ন করার জন্য '২টি-
বিশেষ সেমিস্টার (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত)' পরীক্ষায় অংশগ্রহণ করে ডিগ্রী অর্জন করতে পারবে।
'বিশেষ সেমিস্টার-১' পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় ভর্তি
প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৩১/০৮/২০২৫ তারিখের মধ্যে পরীক্ষার ক্রেডিট ফি তাত্ত্বিক ও ব্যবহারিক প্রতি ক্রেডিট৩০০০/- (তিন হাজার) টাকা হারে (তবে কোন শিক্ষার্থী এক সেমিস্টারে ২৫,০০০/- টাকার বেশি হবে না)
বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকে এসটিডি-৬ হিসাবে জমা পূর্বক ব্যাংক রশিদ সহ কোর্স রেজিস্ট্রেশন ফরম (হার্ড কপিতে)
স্ব স্ব বিভাগের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে প্রেরণ করতে হবে। (হর্ডকপি সংযুক্ত)