General Notice

কোর্স রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি (সংশোধিত)

Date : 03 Aug 2025 - 14 Aug 2025

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউট এর নিম্নেবর্ণিত শিক্ষাবর্ষের সেমিস্টারসমূহের স্নাতক পরীক্ষার্থীগণ https://services.student.sust.edu এই লিংকে লগইন করে অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন ও ক্রেডিট ফি প্রদান  ১৪/০৮/২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

স্নাতক (USN-২০২৪-২, জুলাই-ডিসেম্বর): ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা-২০২৪ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা-২০২৪ স্নাতক (USN-২০২৪-১, জানুয়ারী-জুন): ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ৩য় বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা-২০২৪ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা-২০২৪ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ ২য় রিপিট (৯ম) সেমিস্টার পরীক্ষা-২০২৪ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ ২য় রিপিট (১১ম) সেমিস্টার পরীক্ষা-২০২৪ আর্কিটেকচার বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ৫ম বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা-২০২৪ আর্কিটেকচার বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৫ম বর্ষ ২য় রিপিট (১১তম) সেমিস্টার পরীক্ষা-২০২৪ আর্কিটেকচার বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৫ম বর্ষ ২য় রিপিট (১৩তম) সেমিস্টার পরীক্ষা -২০২৪ বিঃ দ্রঃ (ক) একাডেমিক কাউন্সিল সভার ১৭৮.১৮ নং সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক পর্যায়ে ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ১০০/৩০০ এবং ২০০/৪০০ লেভেলের কোর্স পরীক্ষার ক্ষেত্রে ফি হ্রাস করে তত্ত্বীয়/ ব্যবহারিক প্রতি ড্রপ কোর্সের ক্রেডিট ফি ১০০০/-(এক হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে। অনুরূপভাবে 2018-2019 এবং 2019-2020 শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই সিদ্ধান্তটি কার্যকর হবে।


পরীক্ষা নিয়ন্ত্রক