News and Events

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে দক্ষিণ কোরিয়া প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Date : 27 Oct 2025

আজ ২৭ অক্টোবর, ২০২৫ তারিখ, সোমবার সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল।


ভাইস চ্যান্সেলর প্রতিনিধি দলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান।


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রাজিক মিয়া প্রমুখ।


অন্যদিকে দক্ষিণ কোরিয়া প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা Korea International Cooperation Agency (KOICA) এর কান্ট্রি ডিরেক্টর জি-হুন কিম, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুন-সু কিম, প্রোগ্রাম ম্যানেজার ক্যাং সু-জং, প্রোগ্রাম অফিসার মীম হোসাইন তুর্য এবং প্রোগ্রাম/সিকিউরিটি অফিসার আদনান তৌফিক কাদের।


মতবিনিময় সভায় KOICA-এর প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে কোরিয়ান ভাষা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। প্রাথমিকভাবে কোরিয়ান ভাষার একজন শিক্ষক প্রদান এবং পরবর্তীতে ল্যাবরেটরি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের প্রস্তাব দেন তারা।


ভাইস চ্যান্সেলর KOICA-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট, মেডিকেল সেন্টারসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।


উল্লেখ্য, KOICA উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন খাতে উন্নয়ন সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করে থাকে।