News and Events

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৪র্থ তলার সভাকক্ষে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

Date : 01 Mar 2024

আজ ১ মার্চ, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৪র্থ তলার সভাকক্ষে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিভিন্ন দপ্তরের ৭০ জনের অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, শুদ্ধাচার সঠিক সময়ে সঠিক কাজটি করার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আজকে উপস্থিত কর্মকর্তারা আমাদের বার্ষিক সম্পাদন চুক্তির অন্যতম চালিকাশক্তি। আপনাদের কাজের দক্ষতার উপরই আমাদের সফলতা নির্ভর করছে। কাজের ক্ষেত্রে অবহেলা মেনে নেওয়া হবে না। সকলকে সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। অল্প কিছু দিনের মধ্যে অফিসে ডিজিটাল এটেনড্যান্স সিস্টেম চালু করা হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন এপিএ-এর বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান।