News and Events

শাবিপ্রবিতে শোক দিবস পালিত

Date : 15 Aug 2023

আজ ১৫ আগস্ট ২০২৩ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর পরিবেশে পালিত হয়। দিবসটির কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৯ টায় কালো পতাকা ও কালো ব্যাজ ধারন, সকাল ৯ টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯ টা ৩০ মিনিটে শোক র‍্যালি, ১০ টায় মৎসপোনা অবমুক্তকরণ, ১০ টা ১৫ মিনিটে আলোচনা সভা, বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে প্রার্থনা সভা। সকাল ৯ টায় প্রশসন ভবনের সামনে প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন যথারীতি জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন। সকাল ৯ টা ১৫ মিনিটে ভাইস চ্যান্সেলর ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রো- ভাইস চ্যান্সেলর প্রেফসর ড. কবির হোসেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান,প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক , দপ্তর প্রধান , রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত), কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুষ্পস্তবক অর্পনের পর যথাক্রমে শিক্ষক সমিতি, শাবি অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ছাত্র সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯ টা ৩০, মিনিটে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে শোক র‍্যালি বের হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয় পরিবার সবাই অংশগ্রহন করেন। র‍্যালিটি প্রশাসন ভবনের সামনে থেকে পুরো ক্যাম্পাস পদক্ষিণ করে আইআইসিটি ভবনের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সম্মুখের লেকে মৎসপোনা অবমুক্ত করা হয়। বেলা ১০ টা ১৫ মিনিটে মিনি অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, জাতির পিতার হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা। যে ভাবে জাতির পিতাসহ পরিবারের অন্য সবাইকে হত্য করা হয়েছে তা লোমহর্ষক । আমরা এখনো এ হত্যাকান্ডের ভয়াবহতা মানসপটে বয়ে বেড়াই। পিতা হারানোর শোক কে শক্তিতে পরিনত করে আমাদের দেশ গঠনের কাজ করে যেতে হবে। জাতির পিতার সুযোগ্যো কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে সততা, জবাবদিহিতা এবং স্বচ্ছতার সহিত কাজ করতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. মো. আবদুল গনি, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. চন্দ্রানী নাগ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, প্রফেসর ড. তুলসি কুমার দাস, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. স্বপন কুমার সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আহমেদ, শাবি ছাত্রলীগের পক্ষে খলিলুর রহমান, সজিবুর রহমান সুমন মিয়া, সহায়ক সমিতির নফিস মিয়া শাবি কর্মচারী সমিতির সভাপতি সাদেক আহমেদ, সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন ড. মো মাহবুবুল হাকিম।