ইউরেপিয়ান ইউনিয়নের ইরাসমাস মুন্ডাস বৃত্তি সংক্রান্ত ক্যাম্পেইন আগামী ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:৩০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে অনার্স ফাইনাল বর্ষ, মাস্টার্সের শিক্ষার্থী ও প্রভাষকদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত H.E. Mr. Michael Miller উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পেইনের বিষয়টি ব্যাপক প্রচার এবং যথাসময়ে শিক্ষার্থীসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
Copyright © 2025