News and Events

বিনিয়োগ আকর্ষণে জ্ঞানভিত্তিক ইকোসিস্টেম: পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা ও ভূমিকা নিয়ে শাবিপ্রবিতে সেমিনার

Date : 10 Dec 2025

আজ বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর প্রশাসনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে “ বিনিয়োগ আকর্ষণে জ্ঞানভিত্তিক ইকোসিস্টেম: পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা ও ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে শাবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ত্বরান্বিত করতে হলে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পূর্ববর্তী প্রজন্মের মতো একই ইনপুট দিলে একই আউটপুটই আসবে—এটি স্বাভাবিক। তাই নতুন প্রজন্মকে ভিন্নভাবে ভাবতে হবে, নতুন কিছু সৃষ্টি করতে হবে। আমাদের সমাজে স্বাভাবিকতার বাইরে কিছু করতে চাইলে অনেক সময় নিরুৎসাহিত করা হয়—এই প্রবণতা বদলাতে হবে। পূর্বের প্রজন্ম ইন্টারনেট সুবিধা পায়নি, কিন্তু বর্তমান প্রজন্ম সেই সুযোগ পাচ্ছে; সুতরাং এখনই ভিন্নভাবে চিন্তা করার সময়। বিশ্ববিদ্যালয়কে তার অ্যালামনাই নেটওয়ার্ক আরও শক্তিশালী ও সক্রিয় করতে হবে।

অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা এই সেশন থেকে উপকৃত হয়েছে। প্রধান অতিথিকে সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে উনার সহযোগিতা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। এ সেমিনার আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন,  আমি এই সেমিনারের সফলতা কামনা করছি এবং আপনাকে এই ক্যাম্পাসে আন্তরিকভাবে স্বাগত জানাই । 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, একাডেমিক ও ইন্ডাস্ট্রির সুদৃঢ় যোগসূত্রের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। আমাদের কাজ হবে দেশের কল্যাণে ভূমিকা রাখা। শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে চলবে না; আমাদেরকে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।

সেমিনারের কো-অর্ডিনেটর হিসেবে বক্তব্য রাখেন স্কুল অফ ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহিদুল হক। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। 

সঞ্চালকের ভূমিকায় ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি নাসের ইবনে আফজাল।

সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।