News and Events

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে মেঘনা ব্যাংক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Date : 02 Dec 2025

আজ ২ ডিসেম্বর, ২০২৫ তারিখ, মঙ্গলবার বিকেল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে মেঘনা ব্যাংক পিএলসির একটি প্রতিনিধিদল।  


সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। আলোচনায় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।


এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল ইসলাম চৌধুরী। 


অন্যদিকে মেঘনা ব্যাংক পিএলসির প্রতিনিধি দলে ছিলেন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোঃ সাদিকুর রহমান, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ক্লাস্টার হেড-২ এএসএম ইকবাল হোসেন, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং লালদিঘীরপাড় ব্রাঞ্চের ম্যানেজার একেএম তারমিম চৌধুরী, শাবিপ্রবি গেইট সাব ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আখতার হোসেন, সিনিয়র অফিসার ফাহমিদা সুলতানাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


মেঘনা ব্যাংক পিএলসির প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা খাতে সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।