News and Events
লিডিং ইউনিভার্সিটির স্থায়ী সনদ অর্জন উপলক্ষে গ্র্যান্ড সেলিব্রেশনে গেস্ট অব অনার শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর
Date : 01 Dec 2025
আজ পহেলা ডিসেম্বর, ২০২৫ তারিখ, সোমবার বেলা ১২টায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ অর্জন উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি আয়োজিত ‘গ্র্যান্ড সেলিব্রেশন’ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী, বিশেষ অতিথি ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এন এম মিশকাত উদ্দিন এবং লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড এর ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটি-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।