News and Events

শাবিপ্রবির সাথে পাকিস্তানের ১৫ বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় ও ক্যাম্পাসে ‘এডুকেশন এক্সপো’ মেলা অনুষ্ঠিত

Date : 30 Nov 2025

আজ ৩০ নভেম্বর, ২০২৫ তারিখ, রোববার সকাল সাড়ে ১০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর প্রশাসন ভবন-১ এর ৪র্থ তলার সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পাকিস্তানের ১৫টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।


মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ আয়োজিত ‘এডুকেশন এক্সপো’ শীর্ষক শিক্ষা মেলার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম।


দিনব্যাপী এই এক্সপোতে অংশগ্রহণকারী ১৫টি বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন একাডেমিক কার্যক্রম, প্রোগ্রাম, বৃত্তির সুযোগ এবং গবেষণা সম্পর্কে স্টলের মাধ্যমে উপস্থাপনা করে। পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তির (সম্পূর্ণ বিনা খরচে) ব্যবস্থা করবে। যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানের ১৫টি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ পাবে।


মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ একাডেমিক পরিবেশ গড়ে তুলতে চাই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, তা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভাষা, সংস্কৃতি ও জ্ঞান-এই তিনটি ক্ষেত্রেই পারস্পরিক বিনিময় আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমরা একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী। আমরা বিশ্বাস করি, গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক কার্যক্রমে বৈশ্বিক সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, আপনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিস্তারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা এই অভিজ্ঞতা থেকে উপকৃত হবে বলে আমরা আশা করি।


সভায় পাকিস্তানের প্রতিনিধিদলের পক্ষে প্রকল্প পরিচালক জাহানজেব খান বলেন, এই বিশ্ববিদ্যালয়ের আন্তরিকতা ও অতিথিপরায়ণতা আমাদের মুগ্ধ করেছে। ভবিষ্যতে শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, একাডেমিক সহযোগিতা ও যৌথ গবেষণার সম্ভাবনা অন্বেষণে আমরা কাজ করতে আগ্রহী।


তিনি উল্লেখ করেন, পাকিস্তান সরকারের উদ্যোগে উচ্চশিক্ষা ক্ষেত্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও অংশগ্রহণ করতে পারবে।


তিনি আরও জানান, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তির সুযোগ রয়েছে এবং উভয় দেশের বিশ্ববিদ্যালয়সমূহের যৌথ প্রচেষ্টা এসব উদ্যোগকে আরও এগিয়ে নেবে।


সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান এবং দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।