News and Events

মেরিন স্পেশাল প্ল্যানিং উন্নয়নের জন্য স্টেকহোল্ডারদের পরামর্শ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

Date : 17 Apr 2025

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল, ২০২৫) সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে মেরিন স্পেশাল প্ল্যানিং উন্নয়নের জন্য স্টেকহোল্ডারদের পরামর্শ সংক্রান্ত কর্মশালা গ্র্যান্ড সিলেট অনুষ্ঠিত হয়।


সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সম্মেলন সামুদ্রিক বিজ্ঞান ও নীতিমালার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সর্বোত্তম তথ্যের আদান-প্রদানের পাশাপাশি সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার এক মূল্যবান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। গবেষণা, শিক্ষা এবং আন্তঃদেশীয় সহযোগিতার মাধ্যমে টেকসই সামুদ্রিক উন্নয়ন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি এই সম্মেলনের সফলতা আমাদের সবাইকে নতুন দিগন্তে পৌঁছাতে সহায়তা করবে। সম্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহমেদ কবির চৌধুরী, বন সংরক্ষক ইমরান আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. বদুরুজ্জামান, জিআইজেডের প্রিন্সিপাল অ্যাডভাইজার ড. স্টেফান আলফ্রেড গ্রোয়েনওল্ড।


সম্মেলনের আয়োজকরা জানান, এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৮টি দেশের ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী বিভিন্ন বিষয়ের উপর তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। সম্মেলনে ৮টি সেশনে মোট ১২৩টি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। সম্মেলনটি আয়োজনে ‘বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ এবং সোয়াচ অব নো গ্রাউন্ড সামুদ্রিক সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় সার্বিক সহায়তা প্রদান করেছে অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সম্পর্কিত জার্মান ফেডারেল মন্ত্রণালয়। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে জিআইজেড বাংলাদেশ।