শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী আজ রবিবার (১৩ এপ্রিল, ২০২৫) বেলা ০৪:০০ ঘটিকায় এসজিএফএল-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন।
প্রধান কার্যালয়ে পৌঁছার পর ভাইস চ্যান্সেলর মহোদয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল জলিল প্রামানিক-এর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় কোম্পানির সামগ্রিক কর্মকাণ্ড, প্রকল্পসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে বিকাল ০৪:৫০ ঘটিকায় ভাইস চ্যান্সেলর মহোদয় সিলেট-১০ নং গ্যাস অনুসন্ধান কূপ ও সিলেট-১০ এক্স কূপের রিগ ফাউন্ডেশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি একইসাথে সিলেট-১০ নং কূপ হতে হরিপুর প্রসেস প্লান্ট পর্যন্ত গ্যাস গ্যাদারিং পাইপলাইন এর নির্মাণ কার্যক্রমও প্রত্যক্ষ করেন।
বিকাল ০৬:০০ টায় ভাইস চ্যান্সেলর মহোদয় হরিপুর গ্যাস ফিল্ড পরিদর্শন করেন এবং সেখানে স্থাপিত দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন প্রসেস প্লান্ট ঘুরে দেখেন। উক্ত প্রসেস প্লান্টে গ্যাসের সাথে প্রাপ্ত কনডেনসেট থেকে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন উৎপাদন করা হয়।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এসজিএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল জলিল প্রামানিক, মহাব্যবস্থাপক (পিএন্ডডি) প্রকৌশলী মোঃ ফারুক হোসেন, কোম্পানি সচিব মোঃ তারেক আহমেদ, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ সোহরাব হোসেন, মহাব্যবস্থাপক (সার্ভিসেস) মোঃ ফরিদুল হুদা এবং এসজিএফএল-এর কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
এই সফরের মাধ্যমে ভাইস চ্যান্সেলর মহোদয় এসজিএফএল-এর কার্যক্রম ও পরিকল্পনার প্রতি তাঁর আগ্রহ ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর এই সফর একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Copyright © SUST, 2025