News & Events

সিটিজেন চার্টার প্রস্তুতকরণ, সেবা সহজীকরণ ও পরীবীক্ষণ বিষয়ে স্টেকহোল্ডারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Date : 06 May 2024

আজ ৬ মে,২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট -এর মিনি অডিটরিয়ামে বেলা ১১ টায় সিটিজেন চার্টার প্রস্তুতকরণ, সেবা সহজীকরণ ও পরীবীক্ষণ বিষয়ে স্টেকহোল্ডারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা প্রত্যেক সেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্ব। এ দায়িত্বকে গুরুত্ব দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ভবনের সামনে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে এবং সেবা প্রদান বিষয়ক সকল তথ্য দেয়া হয়েছে। আমাদের সকলকে সেবা প্রদানে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আমিনা পারভীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপপরিচালক আবদুল আলিম। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন এ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার আ. ফ. ম মিফতাউল হক এবং উপ-রেজিস্ট্রার ড. আ ফ ম সালাউদ্দিন।