News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫ বছর পূর্তি উৎসবের শুভ উদ্বোধন

Date : 28 Mar 2019

আজ ২৮ মার্চ, ২০১৯ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২ দিন ব্যাপী কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫ বছর পূর্তি উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উৎসব আয়োজনে সংশ্লিষ্ঠ সকলকে অভিনন্দন জানিয়ে ভাইস চ্যান্সেলর ফরিদ উদ্দিন আহমেদ বলেন,২৫ বছরের দীর্ঘ পথ চলায় এ বিভাগ মান সম্পন্ন গ্রাজুয়েট তৈরি করেছে যারা দেশে ও বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে । এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক।