আজ ৩ সেপ্টেবর ২০১৯ তারিখ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ সকাল ১০.০০ ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ-এর নেতৃত্বে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস পদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সমাবেশে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব গ্রহনের পর থেকেই সেশনজট, জঙ্গীবাদ,যৌন হয়রানী ও মাদক নির্মূলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। মনে রাখতে হবে মাদক শুধু ব্যাক্তি জীবনকে ধ্বংস করে না, মাদক পরিবার , সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে হুমকির মুখে ফেলে দেয় । আর তাই আমাদের সকলকেও এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে । যুদ্ধের অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থি ভর্তি করা হবে।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke