শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে আগামী ৪ ডিসেম্বর ২০১৯, বুধবার, বিকেল ২:৩০ টায় বিশ্ববিদ্যালয় মিনি অডিটরিয়ামে কবি আবদুল গফ্ফার দত্ত চৌধুরী স্মারক-বক্তৃতা ২০১৯ অনুষ্ঠিত হবে। এতে বক্তৃতা করবেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ । বক্তৃতার বিষয়: ‘ ছড়ার রবীন্দ্রনাথ: রবীন্দ্রনাথের ছড়া’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবিপুত্র জনাব আলী মোস্তফা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেবেন স্কুল অব সোস্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ডক্টর মো. ফয়সল আহাম্মেদ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke