প্রেসবিজ্ঞপ্তি আজ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ আইআইসিটির কনফারেন্স হলে সকাল সাড়ে ১০টায় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের আয়োজনে ই-সাইন সার্টিফিকেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের জন্য কাজ করে যাচ্ছে। সেবার মান বাড়ানোর তৎপরতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এপিএ-এর আওতায় বিভাগ ও দপ্তরে সেবা রেজিস্ট্রার চালু করা হয়েছে। এতে সেবা গ্রহীতার মতামত প্রতিফলিত হচ্ছে। স্মার্ট বাংলাদেশের অংশীদার হিসেবে দ্রুত সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সেবা কার্যক্রম ডিজিটালাইজেশন করা হচ্ছে। কর্মশালায় সংশ্লিষ্ট সকল বিভাগীয় প্রধান ও কয়েকটি দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. মুজিবুর রহমান প্রমুখ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke